যখন কথা ওঠে অল্প সময়ে প্রচুর এক্সট্রা (extra) টাকা ইনকাম করার, তখন সবার প্রথমে মাথায় আসে Stock market বা Share market এর নাম
Image: google
শেয়ার ম,মার্কেটের মাধ্যমে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অন্য দিকে আবার অনেকে পথের ভিখারী হয়ে যাচ্ছে
Image: google
শেয়ার মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে আপনি যে কোনো কোম্পানির শেয়ার বা অংশ কিনে, নিতে পারেন ফলে আপনিও ওই কোম্পানির অংশীদারি (Share holdar) হয়ে যেতে পারেন
ফলে ওই কোম্পানি যত টাকা লাভ করবে তার share আপনিও পাবেন এবং ওই কোম্পানির লোকসান হয় তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন
Image: google
অর্থাৎ কোম্পানি লাভে থাকলে আপনিও লাভ থাকবেন এবং কোম্পানি লোকসানে থাকলে আপনিও লোকসানে থাকবেন।
Image: google
শেয়ার বাজার কাজ করে চাহিদা (Demand) এবং সরবরাহ (Supply) এর উপর ভিত্তি করে
শেয়ার বাজারে trading করার জন্য আপনার কাছে Demat account অবশ্যই থাকতে হবে তবে আপনি Trading করতে পারবেন